এম,এ খালেক ইসলামীয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি রাজারহাট উপজেলাধীন ঘড়িয়ালডাঙ্গা ২ নং ওয়ার্ড মৌজা গোবধায় ঘনবসতি পূর্ণ এলাকায় অবস্থিত । প্রতিষ্ঠানটির নামে খরিদকৃত জমি -৭৫ শতাংশ রয়েছে। প্রতিষ্ঠান সংলগ্ন সুবিশাল খেলার মাঠ রয়েছে। প্রতিষ্ঠান সংলগ্ন বিদ্যালয় নামীয় একটি বটতলা জামে মসজিদ রয়েছে। প্রতিষ্ঠানটিতে প্রথান শিক্ষক সহ ০৭ জন শিক্ষক রহিয়াছে । প্রতিষ্ঠানটিতে ১৬০ জন ছাত্র/ছাত্রী লেখাপড়া চালিয়ে যাচ্ছে।
এম,এ খালেক ইসলামীয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠার পিছনে একটি গৌরবউজ্জ্বল ইতিয়াস রহিয়াছে। রাজারহাট উপজেলাধীন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মধ্যে অবস্থিত গোবধা মৌজাটির মধ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি ৪/৫ কি: দুরে অবস্থিত হওয়ায় অত্র এলাকার দরিদ্র জনগোষ্টির ছেলেমেয়েরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়তে থাকে । বিশেষ করে নারী শিক্ষা প্রায় বন্ধ হয়ে যায়। এমনি অবস্থায় গ্রামের নিরক্ষর জনগোষ্টির সন্তান সন্ততির শিক্ষার আলো প্রদান করার জন্য শিক্ষানুরাগী ব্যক্তি জনাব মো: আব্দুল খালেক নিজ নামীয় সম্পতি অত্র মৌজার বিদ্যালয়ের নামে দান করে বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সর্বসাধারনের প্রতি আহবান জানান । তারই এই আহব্বানে সারা দিয়ে সর্বস্তরের মানুষ একাত্বতা প্রকাশ করে ০১-০১-২০০৩ ইং সনে এম, এ খালেক ইসলামীয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। যেহেতু প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য জমি সহ যাবতীয় সহযোগীতা জনাব মো: আব্দুল খালেক সাহেব একাই বহন করেন । সেহেতু সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে প্রতিষ্টানের নাম জনাবের নামে এম,এ খালেক ইসলামীয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নাম করন করা হয়।
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|---|---|---|
![]() |
মোঃ আলম হোসেন | ০১৭১৩-৬৩৬৬৪০ | gharialdanga.uisc1@gmail.com |
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|
ক্রমিক নং | শ্রেণী | ছাত্রী | ছাত্র | মোট ছাত্র/ ছাত্রীর সংখ্যা |
১ | ৬ষ্ঠ | ৩০ | ৩৩ | ৬৩ |
২ | ৭ম | ২৭ | ২৯ | ৬৫ |
৩ | ৮ম | ২০ | ১৫ | ৩৫ |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সাল | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার |
২০০৮ |
| ৫১ |
|
২০০৯ |
| ৬২ |
|
২০১০ |
| ০৯ |
|
২০১১ |
| ০৭ |
|
২০১২ |
| ০৩ |
|
ভবিষ্যৎ পরিকল্পনা শিক্ষার মান ও ফলাফল উন্নত করনের পদক্ষেপ ,এবং বিদ্যালয়টিকে মাধ্যমিক পর্যায়ে উন্নিত করন।