প্রতিষ্ঠানটি ২০০৭ইং সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, আগার গাঁও, শেরে বাংলা নগর, ঢাকা কর্তৃক এ্ইচ এস সি( বিএম) কোর্সের স্বীকৃতি লাভ করে। এইচ এসসি( বিএম)কোর্স-এঅত্র প্রতিষ্ঠানে ০৫ টি শাখা রয়েছে। যেমনঃ ০১। হিসাব রক্ষণ, ০২। ব্যাংকিং,০৩। কম্পিউটার অপারেশন, ০৪। উদ্যোক্তা উন্নয়ন ও ০৫। সেক্রেটারিয়াল সায়েন্স।
অত্র কলেজটি ৩ জানুয়ারী ২০০০ইং সালে প্রতিষ্ঠিত হয়। অত্র এলাকার মহত, দানশীল , বিদ্যানুরাগী ব্যাক্তি বর্গের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজটির ভিত্তি স্থাপন করেন সে সময়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ শমশের আলী। কলেজটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও রাজনীতিবীদ মৃতঃ আলহাজ্ব আলী মনসুর। প্রতিষ্ঠাতা জনাব মোঃ তসলিম উদ্দিন এবং কলেজটির দাতা আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান্। তিনি একজন বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও রাজনীতিবীদ । বর্তমানে তিনি রাজারহাট উপজেলা পরিসদের চেয়ারম্যান। বর্তমান কলেজ পরিচালনা কমিটির দায়িত্ব পালন করছেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব এস.এম. মাজাহারুল ইসলাম।
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|---|---|---|
![]() |
মোঃ আবুল হোসেন সরকার | ০১৭১২৫৩৬০৭১ | rkbc@yahoo.com |
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|---|---|---|
![]() |
মোঃ আতাই সালমী | ০১৭১৮৯০৯৮০১ | rajarhat.uisc@gmail.com |
![]() |
মোঃ আবুল কালাম আজাদ | ০১৭১৮৯৩৩২৮২ | rajarhat.uisc@gmail.com |
![]() |
মোঃ ফারুক হোসেন | ০১৭১৮৯৩৩২৮২ | rajarhat.uisc@gmail.com |
![]() |
মোঃ গোলাম রহমান | ০১৭১৯৫৪৫০২১ | rajarhat.uisc@gmail.com |
![]() |
মধুসুদন পাল | ০১৭১৮১৪৬৩২১ | rajarhat.uisc@gmail.com |
![]() |
মোঃ শফিউর রহমান তালুকদার | ০১৭১৪৯৬৬২১৬ | rajarhat.uisc@gmail.com |
![]() |
মোঃ জাহেদুল ইসলাম বসুনিয়া | ০১৭২১৭০৬৪৮১ | rajarhat.uisc@gmail.com |
![]() |
আনোয়ারা বেগম | ০১৭১৬৯৫৮২৮৯ | rajarhat.uisc@gmail.com |
![]() |
নিমাই চন্দ্র রায় | ০১৭৫৫১৮৫৬৩৩ | rajarhat.uisc@gmail.com |
![]() |
সরকার চয়ন ডেভিড | ০১৭১২৯৬০৯৯০ | rajarhat.uisc@gmail.com |
![]() |
মোছাঃ ফেরদ্যেসী আক্তার | ০১৯১১৭৪৪৮৬০ | rajarhat.uisc@gmail.com |
বৎসর ----------- একাদশ শ্রেনী-------------- দ্বাদশ শ্রেনী
২০১৬ খ্রিঃ --------- ১২০ জন, ------------- ১৫৭ জন।
২০১৫ খ্রিঃ --------- ১০১ জন, ------------- ১৫৭ জন।
২০১৪ খ্রিঃ --------- ১০১ জন, ------------- ১৫৭ জন।
২০১৩ খ্রিঃ --------- ১০১ জন, ------------- ১৫৭ জন।
২০১২ খ্রিঃ --------- ১০১ জন, ------------- ১৫৭ জন।
পরিচালনা কমিটি সভ্যবৃন্দের নাম----- পদবী -------- ক্যাটাগিরি
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
পরীক্ষার বৎসর---- শ্রেনী---------- মোট পরীক্ষার্থীর সংখ্যা-------- পাশের হার
২০০৮সালে --
২০০৯ সালে --
২০১০সালে ---
২০১১ সালে --
২০১২ সালে---
শিক্ষা বৃত্তি প্রাপ্ত ছাত্র/ছাত্রীর সংখ্যাঃ
সমাপনী/পাবলিক
পরীক্ষার পাশের বৎসর-------- বৃত্তি প্রাপ্তির সংখ্যা--------------গ্রেড
২০১৫ খ্রিঃ ------
২০১৪ খ্রিঃ ------
২০১৩ খ্রিঃ ------
২০১২ খ্রিঃ ------
২০১১ খ্রিঃ ------
অত্র প্রতিষ্ঠাটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মধ্যে ২০০৪ ও ২০০৫ সালে সেরা দশের মধ্যে প্রথম স্থান অধিকার করে এবং ২০১২ সালে অত্র প্রতিষ্ঠান থেকে দুই জন শিক্ষার্থী জিপিএ -৫ অর্জন করে।
নৈতিক অবক্ষয় রোধে মানসন্মত শিক্ষাদানের ব্যবস্থা গ্রহন।
যোগাযোগ ব্যবস্থা ভাল।। রাজারহাট হতে কুড়িগ্রাম গামী সড়কের পাশ্র্বে অত্র প্রতিষ্টানটি অবস্থিত।
বৎসর------শ্রেনী-------- মেধাবী ছাত্রের সংখ্যা-------