.............ভোট, ভোটার, প্রতিনিধি নির্বাচন, জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, নির্বাচন প্রক্রিয়া ইত্যাদির গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যপক জনসচেতনতা সৃষ্টির লক্ষে রাজারহাট উপজেলায় 'জাতীয় ভোটার দিবস-২০২০' পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল 'ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব'।
আজ ২ মার্চ সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। র্যালি পরবর্তী অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ ওয়াজেদ আলী।
জাতীয় ভোটার দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাঃ যোবায়ের হোসেন।
আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ কামরুজ্জামান, উপজেলা সমবায় অফিসার জনাব মোঃ শাহ্ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আশরাফ উজ জামান সরকার, এ্যাকাডেমিক সুপারভাইজার জনাব আয়শা সিদ্দিকা, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আশরাফুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক মোহাম্মদ আলী মন্ডল (এটম) প্রমুখ বক্তব্য রাখেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS