ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজারহাট উপজেলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১৯ পালিত হয়েছে। ১০ ডিসেম্বর ২০১৯ খ্রি. তারিখ উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন।
সভায় ভাইস চেয়ারম্যান জনাব আশিকুল ইসলাম সাবু, সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, প্রেসক্লাব, রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS