Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রাজারহাটে ভোক্তা সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
ডাউনলোড

 

১০ জানুয়ারি ২০২০ খ্রি. তারিখে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, রাজারহাটের আয়োজনে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাগণ, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ, বণিক সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা মেয়াদোত্তীর্ণ পণ্য, ভেজাল খাদ্য, ওজনে কম দেয়া, ভোক্তাদের ঠকানো ও তাদের সাথে খারাপ ব্যবহার করা ইত্যাদির বিরুদ্ধে বক্তব্য রাখেন। আইনটি যথাযথভাবে প্রয়োগ করা হলে ভোক্তারা সুফল পাবেন মর্মে বক্তারা আলোচনা করেন। সুফল পেতে আইনটির যথাযথ ব্যবহার এবং ব্যপক প্রচারণা প্রয়োজন বলে বক্তারা সেমিনারে উল্লেখ করেন।

Image may contain: 5 people, people sitting