Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

 

রাজারহাট উপজেলায় রেল, সড়ক ও নৌ যোগাযোগ ব্যবস্থা চালু আছে। তন্মধ্যে সড়ক যোগাযোগই প্রধান। যোগাযোগের ক্ষেত্রে কাঁচা সড়কই প্রধান। এ উপজেলার বহুল ব্যবহৃত গরু ও মহিষের গাড়ি এখনও মাঝে মাঝে দেখা মেলে। যান্ত্রিক যানবাহনের দাপটে প্রাচীন গরু ও মহিষের গাড়ির প্রচলন নাই বললেই চলে। উপজেলায় পাকা রাস্তা ১৫৯.৩২ কি.মি., কাঁচা রাস্তা ২৯৮.৩৪ কি.মি., রেল পথ ১৬ কি.মি.। রেল স্টেশন দুটি। রাজারহাট রেল স্টেশন ও সিংগারডাবড়ীহাট রেল স্টেশন। নৌপথ ৬৭ নটিক্যাল মাইল।