‘‘বিজ্ঞপ্তি’’
সদর দপ্তর, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খিলগাঁও, ঢাকার স্মারক নং- অপাঃ/কেপিআই/৮৯০/খন্ড-২/১১৭৫/আনস্; তারিখঃ ০৫/০৫/২০১২ খ্রিঃ মোতাবেক এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুড়িগ্রাম জেলাধীন/সারাদেশের বিভিন্ন সংস্থার আনসার গার্ডে অঙ্গীভূতির উদ্দেশ্যে নিম্নে বর্ণিত তারিখ ও সময়ে পিসি/এপিসি ও আনসার বাছাই করে প্যানেলভুক্ত করা হবে। উক্ত প্যানেলে শুধু মাত্র কুড়িগ্রাম জেলার প্রশিক্ষণপ্রাপ্ত আনসারগণ অংশগ্রহণ করতে পারবে।
| স্থান ঃ | জেলা কমান্ড্যান্টের কার্যালয়, আনসার ও ভিডিপি, কুড়িগ্রাম। |
| |||||
| তারিখঃ | ৩/০৬/২০১২ |
| |||||
| সময়ঃ | ১০.০০ ঘটিকা |
| |||||
যোগ্যতা |
| |||||||
১। | উচ্চতা (ন্যূনতম)ঃ | ৫’-৪”(তবে অধিক উচ্চতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে) |
| |||||
২। | বুকের মাপঃ | ৩০”-৩২” |
| |||||
৩। | ওজনঃ | ন্যূনতম ৫০ কেজি। |
| |||||
৪। | শিক্ষাগত যোগ্যতাঃ | ৮ম শ্রেণী পাশ (তবে অধিক শিক্ষিতদের অগ্রাধিকার দেওয়া হবে) |
| |||||
৫। | দৃষ্টি শক্তিঃ | ৬/৬ |
| |||||
৬। | প্রশিক্ষণঃ | ন্যূনতম ফায়ারিংসহ ২১ দিনের আনসার মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। তবে তদূর্ধ্ব দিনের প্রশিক্ষণার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। |
| |||||
৭। | বিশেষ নির্দেশনাঃ | প্যানেল তালিকা প্রণয়নের পূর্বদিন অ-অঙ্গীভূত এবং অঙ্গীভূতির বাহিরে থাকা প্রশিক্ষণপ্রাপ্ত সকল আনসার, এপিসি, পিসি প্যানেল হতে পারবে। প্যানেলভূক্ত সদস্য যে জেলায় (যেকোন জেলা অথবা সর্বোচ্চ ৩টি জেলা) অঙ্গীভূত হতে ইচ্ছুক তা অবশ্যই প্যানেল তালিকায় উল্লেখ করতে হবে |
| |||||
প্রয়োজনীয় কাগজপত্র |
|
| ||||||
১। | ফায়ারিং অনুশীলনসহ মৌলিক প্রশিক্ষণের মূল সনদপত্র (সদর দপ্তর প্রদত্ত জেলা কোড ও আপ নম্বরসহ)। |
| ||||||
২। | শিক্ষাগত যোগ্যতার মূল/সত্যায়িত সনদপত্র। |
| ||||||
৩। | ইউপি চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক নাগরিকতা ও চারিত্রিক সনদ পত্র এবং জাতীয় পরিচয় পত্র। |
| ||||||
৪। | সম্প্রতি তোলা রঙ্গিন ছবি ০৪ (০২ কপি পাসপোর্ট ও ০২ কপি স্ট্যাম্প সাইজ) যা ইউপি চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক সত্যায়িত হতে হবে। |
| ||||||
৫। | সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত প্লাটুন সনদপত্র। |
| ||||||
৬। | বয়সঃ ১৮ থেকে ৫০ বছর। |
| ||||||
৭। | পুলিশ ভেরিফিকেশন সম্পন্নকরণের জন্য প্যানেল তালিকা প্রণয়নের দিনই সংশ্লিষ্ট ভিআর ফরমপূরণ করতে হবে। |
| ||||||
| উপরোক্ত সকল সনদপত্রের মূল কপি এবং গেজেটেড কর্মকর্তা কর্তৃক এক সেট সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে। |
| ||||||
অযোগ্যতা |
| |||||||
(১) | কোথাও বর্তমান অঙ্গীভূত থাকা। (২)নভেম্বর/১১ এবং জানুয়ারি/১২ মাসে যারা প্যানেলভূক্ত হয়েছে। |
| ||||||
(৩) | প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনে ব্যর্থ হওয়া। (৪)কালো তালিকাভুক্তি |
| ||||||
| প্যানেলভুক্ত হওয়ার সময় কোন জাল সনদপত্র পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস