৯ ডিসেম্বর ২০১৯ খ্রি. তারিখ কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন, র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে একটি বর্ণাঢ্য উপজেলা সদরের প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অফিসার্স ক্লাবে এক আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ হবিবর রহমান এর সভাপতিত্বে ও মোহাম্মদ আলী মন্ডল এটমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ যোবায়ের হোসেন। অন্যান্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আশিকুল ইসলাম সাবু,ওসি (তদন্ত) মোঃ নজরুল ইসলাম, প্রেসক্লাব, রাজারহাটের সভাপতি সেকেন্দার আলী বাবলু প্রমূখ বক্তব্য রাখেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস