Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক নারী-২০২০ দিবস পালিত
ডাউনলোড

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল ‘আনি প্রজন্মের সমতা: নারী অধিকারের প্রতি সচেতনতা’। আর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’।

দিবসটি উপলক্ষে রোববার (৮ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ যোবায়ের হোসেনের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকাসমূহ প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব শাহরীনা জাহানের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ যোবায়ের হোসেন। পর্যায়ক্রমে ক্রীড়া প্রতিযোগিতা, নাটক মঞ্চায়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব কৃষ্ণ কুমার সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আশিকুল ইসলাম সাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব সাবিনা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আশরাফুজ্জামান, তথ্য কর্মকর্তা জনাব সোহেলী মারজান, রাজারহাট সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ এনামুল হক, উমরমজিদ ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি জনাব এসএ বাবলু, রাজারহাট প্রেসক্লাবের সভাপতি জনাব অরুন জাদু প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া র‍্যালি ও আলোচনা সভায় উপজেলার কর্মরত বিভিন্ন এনজিও নারী কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ নানা শ্রেণি পেশার নারীরা অংশগ্রহণ করেন।

আজ সারা বিশ্ব ঘটা করে যে নারী দিবসটি পালন করে, তার সৃষ্টি নারী শ্রমিকদের অধিকার আদায়ের নিরন্তর সংগ্রাম থেকে। নারীরা প্রাথমিকভাবে যখন কর্মক্ষেত্রে প্রবেশ করেন, তখন সেখানে মজুরি বৈষম্য ছিল, কর্মঘণ্টা নির্দিষ্ট ছিল না, কাজের পরিবেশও ছিল অমানবিক। এসব অরাজক পরিস্থিতির বিরুদ্ধে নারী শ্রমিকরা রাস্তায় নেমে পড়ে। ১৮৫৭ সালের ৮ মার্চ আমেরিকার নিউইয়র্কের রাস্তায় নামেন সুতা কারখানার নারী শ্রমিকরা। প্রতিবাদী মিছিল বের হয়। দমন-নিপীড়নের জন্য সে মিছিলে গুলি চালাতে দ্বিধা করেনি সে সময়কার শাসকগোষ্ঠী। এতে অনেকে হতাহত হন। এই দিনটিকে স্মরণ করে প্রতিবছর এই দিনে সারা বিশ্বে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।

Image may contain: 2 people, people standing, crowd and outdoor