'দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজারহাট উপজেলায় আজ 'আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৯' পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদের প্রধান গেট থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। এরপর অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন।
অন্যান্যদের মধ্যে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জনাব সুবল রায়, উপজেলা প্রকৌশলী আবু তাহের মোঃ শফি, উপজেলা সমবায় অফিসার জনাব শাহ আলম, রাজারহাট ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ এনামুল হক, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস