Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ইঁদুর নিধন অভিযান-২০১৯
ডাউনলোড

ইঁদুর দ্বারা কৃষকের ফসলের বিভিন্ন ক্ষতিকর দিক ও ইঁদুর নিধনের উপকারীতা সম্পর্কে কৃষক ও সাধারণ মানষকে সচেতন করতে আয়োজন করা হয় 'ইঁদুর নিধন অভিযান-২০১৯'। 'আসুন, সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিতভাবে ইঁদুর নিধন করি” প্রতিপাদ্যকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করে রাজারহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বুধবার দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পি।

র‍্যালি, আলোচনা ও ইঁদুর নিধন প্রদর্শনীর মাধ্যমে দিনটি পালন করা হয়।

 Image may contain: 10 people, including M.k. Zaman and MD Rashel, outdoor

Image may contain: one or more people and people sitting
Image may contain: 3 people, people sitting and indoor
Image may contain: one or more people and indoor