Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২০ পালিতঃ
ডাউনলোড

প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড়, টর্নেডো, সাইক্লোন, কালবৈশাখী, বন্যা, খরা, মরুকরণ, জলোচ্ছ্বাস, সুনামি, নদীভাঙন, আর্সেনিক দূষণ, ভূমিকম্প প্রভৃতি এবং মানবসৃষ্ট দুর্যোগ যেমন অগ্নিকাণ্ড, সাম্প্রদায়িক দাঙ্গা, যুদ্ধ, রাসায়নিক দূষণ ইত্যাদির ক্ষয়ক্ষতি কমিয়ে আনা, দুর্যোগসমূহ সঠিকভাবে মোকাবিলা করা এবং প্রাণরক্ষায় মানুষকে দুর্যোগ বিষয়ে সচেতন করে তোলার লক্ষ্যে ‘দুর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজারহাট উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২০ পালিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ১০.০০ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, রাজারহাট এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজারহাট অফিসার্স ক্লাবে এসে মিলিত হয়। অতপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত এবং শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

দিবস উপলক্ষে রাজারহাট অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব শাহীনুর ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আশিকুল ইসলাম সাবু, রাজারহাট সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ এনামুল হক, চাকিরপশার ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আবুল কালাম আজাদ, নাজিমখান ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুল মালেক পাটোয়ারী, সহকারী প্রোগ্রামার জনাব মোঃ তৌহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ সজীবুল করিম, রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান আসাদ।

দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছে। বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্যোগ মোকাবেলায় বিশ্বের বুকে বাংলাদেশ এখন রোলমডেল। আমাদের রয়েছে সুদীর্ঘ অনুশীলন ও অভিজ্ঞতা। আমাদের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুর্যোগের নতুন ঝুঁকি প্রতিরোধ ও বিদ্যমান ঝুঁকি হ্রাস করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আমি সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থা, গণমাধ্যমসহ সর্বস্তরের জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানাই।

Image may contain: 9 people, outdoor