রাজারহাট উপজেলায় প্রচলিত লোকের খেলা গুলোর মধ্যে রয়েছে গোল্লাছুট, দৌড়াদৌড়ি, হা-ডু-ডু, বুড়ি ছি, বৌ ছি, কানা মাছি, কিতকিত, ছোপাছুপি, ইকরি বিকরি, নাগরদোলা, ওপেন্টি বাইস্কোপ, ইচিং বিচিং, সাত খোলা, মার্বেল, ঘুড়ি উড়ানো,লাটিম ঘুড়ানো, ব্যাঙ ঝাঁপ, দড়ি খেলা, গুটি খেলা, পাতা ছেড়া খেলা, চড়ুই ভাতিপ্রভৃতি। এছাড়াও রয়েছে ঐতিহ্যবাহী লাঠি খেলা। জলক্রীড়ার মধ্যে রয়েছে-সাঁতার,ছৈল, ডুবাডুবি প্রভৃতি। এছাড়াও রয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ।প্রচলিত আধুনিক খেলার মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে ফুটবল, ক্রিকেট, হা-ডু-ডু, কাবাডি, ব্যাড মিন্টন, দাবা, লুডু প্রভৃতি।
রাজারহাট উপজেলায় হাসপাতাল সংলগ্ন (হ্যালিপ্যাড) মাঠে বিভিন্ন ধরণের খেলাধুলা হয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস